সর্বশেষ নোটিশ
আমাদের কথা
শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও
সংক্ষিপ্ত ইতিহাস
নবীজননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৮২,সালে প্রতিষ্ঠিত হয় উত্তর বঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ রহিম উদ্দিন ভরসা নারী জাগরনের পথিকৃৎ বেগম রোকেয়ার পথ অনুসরণ করে ১৯৮২ইং সালে এক একর পঞ্চাশ শতক জমিতে মায়ের নামানুসারে ডারারপাড়ে প্রতিষ্ঠা করেন “নবীজন নেছা দ্বি-মুখী উচ্চ বালিকা বিদ্যালয়”। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন লেখক ইতিহাস গবেষক মোঃ আবুল কাশেম। বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এ.এস.এম নুরুন্নবী চাঁদ। শিক্ষক শিক্ষিকার সংখ্যা এগার জন। ছাত্রী সংখ্যা ৩০০ জন। ছাত্রীদের স্কুল ড্রেস সাদা ফ্রক ও নেভিব্লু সালোয়ার। বিদ্যালয়টিতে কয়েকটি আম ও কাঁঠাল গাছ অবিরাম ছায়া দিচ্ছে। একাডেমিক হলের সামনে শহীদ মিনার বিদ্যমান। বিশেষ বিশেষ দিবসে শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে।
লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম কর্মসূচির মাধ্যমে ছাত্রদের মেধা ও প্রতিভার বিকাশ সাধন এবং শারীরিক ও মানসিক বৃত্তিগুলোর সুষম বর্ধন- যাতে তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।